উদ্বেকজনক হারে বেড়ে চলেছে জমি দখল ও চাঁদাবাজি
নড়াইলের মাউলী ইউনিয়নে উদ্বেকজনক হারে বেড়ে চলেছে জমি দখল ও চাঁদাবাজি এ বিষয়ে সমপ্রতিক মোকামঃ বিজ্ঞ আমলী আদালতে মামলা দায়েল করা হয়েছে। মামলা অভিযোগ সূত্রে জানা যায়, আসামীরা, চাঁদাবাজী ও পরের জমি অবৈধ ভাবে ভোগদখল করা হলো তাদের কাজ। বাদীর পুত্রের ক্রয়সূত্রে মাইগ্রাম মৌজার আর.এস দাগ নাম্বর-৯৬৯, আর.এস খতিয়ান ১৪৩ এবং জমির পরিমান ৬০ শতক […]