প্রশাসন, পুলিশ আমার পকেটে মামলা দিয়ে লাভ নেই
ক্রাইম রিপোটার সিলেট | মো:আমিন আহমেদঃ সিলেটের আলোচিত পকেটমার ও ছিনতাই জগতের ভয়ংকর নারী পপির ছেলে অন্তরসহ অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে মামলার জন্য শাহপরান (র:) মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত রনির বোন সিমা বেগম। সোমবার সন্ধ্যায় সিমা এই অভিযোগ দাখিল করেন। রনি উপশহরের সৈয়দানীবাদের আরজু মিয়ার কলোনীর নুরুল আমিনের ছেলে। লিখিত অভিযোগে উপশহরের এইচ […]