পরীক্ষা শেষে লাশ হয়ে ফিরলো “আলমগীর”
রাজশাহী প্রতিনিধি সূর্যের সোনালী রোদের মতই উচ্ছ্বাস নিয়ে বাড়ি থেকে বাবা-মাকে বিদায় জানিয়ে মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষা দিতে এসেছিল রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেধাবী ছাত্র মোঃ আলমগীর হোসেন। কিন্তু পরীক্ষা শেষে তার স্বপ্ন আর বাড়ি ফিরলো না সারংকপুর, পবায় রোডে বাইক এক্সিডেন্টে প্রান হারান তিনি। কত স্বপ্ন নিয়ে উচ্চ শিক্ষায়শিক্ষিত করে আকাঙ্খায় ছিল […]