ইউক্রেনে আকস্মিক সফরে মার্কিন ফার্স্ট লেডি
রোববার যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আকস্মিক সফর করেছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। তিনি দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি শহর উঝহোরোদে সফর করেন। এ দিন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও অঘোষিত ইউক্রেন সফর করেছেন। উঝহোরোদে শহরে একটি স্কুলে যান মার্কিন ফার্স্ট লেডি, যা বর্তমানে বাস্তুচ্যুত নাগরিকদের অস্থায়ী আবাস। সেখানে তিনি দেখা করেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কার সঙ্গে। […]