করোনায় আটকেপড়া কর্মীদের মালয়েশিয়ায় ফেরার সুযোগ
তরিকুল ইসলাম | মালয়েশিয়া থেকেঃ করোনায় আটকেপড়া কর্মীদের মালয়েশিয়ায় ফেরার সুযোগ করোনা মহামারিতে দেশে ছুটিতে এসে যারা আটকা পড়েছেন, তাদের মালয়েশিয়া ফিরে যাওয়ার পথ এবার সুগম হয়েছে। ইতোমধ্যে অনেকেই দেশটিতে প্রবেশের অনুমতি পেয়ে ফিরে গেছেন। মাই ট্রাভেল পাস (My travel pass) নামে একটি অ্যাপের মাধ্যমে আবেদন করে শর্তসাপেক্ষে দেশটিতে ফিরতে পারছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়ায় […]