মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে গোলাগুলি
মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে কালিয়া ১ এ হত্যাতার উদ্দেশ্যে গুলি করায় দেহরক্ষী আহত হয়েছেন। সেলাঙ্গার পুলিশ প্রধান দাতুক হুসেইন ওমর খান এক বিবৃতিতে জানিয়েছন ১৩ এপ্রিল দিবাগত রাত ১.৩০ মিনিটে আগমনী হলের ভিতরে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় দুইটি গুলি ছোড়ে একটি গুলি লাগে দেহরক্ষীর। ঘটনা ঘটিয়ে হামলাকারী দ্রুত পালিয়ে যায়। এর পর পুলিশ ঘটনার তদন্ত […]