মালয়েশিয়া ধর্ষণের দায়ে এক বিদেশি পর্যটক গ্রেফতার
কুয়ান্টান পুলিশ সোমবার গেন্টিং হাইল্যান্ডসের একটি হোটেলে ২৯ বছর বয়সী নারী ধর্ষণের অভিযোগে একজন বিদেশী পর্যটককে গ্রেপ্তার করেছে কন্তান পুলিশ। ভুক্তভোগী, নারী একজন হোটেল কর্মীও, একই দিনে ৪১ বছর বয়সী সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে একটি প্রতিবেদন দায়ের করেছিলেন। বেন্টং জেলার পুলিশ সুপার জাইহাম মোহম্মদ কাহার জানান, রিপোর্টের পর রাত ১টায় হোটেলের কাছে একটি অবস্থান থেকে সন্দেহভাজন […]