মাহমুদুল মিঠুর নতুন নাটক ‘মহাজন’
বৈশাখী টিভিতে ২৪ মে থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘মহাজন’। মজিবুল হক খোকন পরিচালিত নাটকের গল্প লিখেছেন টিপু আলম মিলন। নাট্যরূপ দিয়েছেন এন ডি আকাশ। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন মাহমুদুল মিঠু। আরও রয়েছেন- রওনক হাসান, নাদিয়া আহমেদ, প্রাণ রায়, সোমা ফেরদৌস, রাশেদ মামুন অপু, রেবেকা, মৌমিতা মৌ, সাব্বির আহমেদ, তানিয়া সুলতানা, সায়কা আহমেদ, আশরাফুল […]