বিকেলের নাস্তায় বানিয়ে ফেলুন সাবুর পকোড়া
বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন মুখোরোচক নাস্তা, সাবুদানার পকোড়া। সাবু হয়ে উঠতেই পারে আপনার বিকেলের টিফিন টাইমের দারুণ সঙ্গী। রইল প্রণালী। উপকরণ সাবুদানা: এক কাপ পানি ঝরানো টক দই: আধ কাপ গোলমরিচ গুঁড়া: আধ চা চামচ ভাজা জিরা গুঁড়া: আধ চা চামচ চাটমশলা: আধ চা চামচ বিটনুন: স্বাদমতো আলু সেদ্ধ: দু’টি (বড়) লেবুর রস: এক চামচ […]