হলিউডে বাজে মুভির মনোনয়ন পেলো ডায়ানা হলিউডে
হলিউডের সবচেয়ে বাজে অভিনয়ের জন্য ঘোষিত হয় ‘রেজি অ্যাওয়ার্ডস’। ২০২২ সালে সর্বোচ্চ ৯টি মনোনয়ন পেয়েছে মিউজিক্যাল মুভি ‘ডায়ানা’। ছবিটি সেরা পরিচালক, প্রযোজনা এবং চিত্রনাট্যের জন্য মনোনীত হয়েছিল। জেনা ডি ওয়াল প্রিন্সেস অফ ওয়েলসের ভূমিকার জন্য মনোনীত হয়েছেন। অন্যদিকে নায়ক হিসেবে সবচেয়ে বাজে পারফরম্যান্সের জন্য ৭ম বারের মতো মনোনীত হন ব্রুস উইলিস। এদিকে ৪২তম আসরে ভোট […]