আত্মা সুস্থ থাকলে গোটা দেহ সুস্থ থাকে
মহান আল্লাহ তায়ালা আত্মশুদ্ধির গুরুত্ব বোঝানোর জন্য সাতটি জিনিসের শপথ করে বলেন, ‘সে-ই নিজেকে শুদ্ধ করবে যে সফলকাম হবে এবং সে-ই ব্যর্থ হবে যে নিজেকে কলুষিত করবে।’ (সুরা আশ শামস আয়াত ৯-১০)। মানবতার মুক্তিদূত মহানবী (সা.) এর ২৩ বছরের অন্যতম কর্মসূচি ছিল মানব জাতিকে আত্মশুদ্ধির মাধ্যমে পূতপবিত্র করে তাদের আল্লাহর পরিচয় দান করা। আল্লাহ তায়ালা […]