একটি মুরগিকে টিয়া বলে বিক্রির চেষ্টা যুবকের!
একটি মুরগিকে সবুজ রং করে টিয়া পাখি বলে অনলাইনে বিক্রির চেষ্টা করেছেন পাকিস্তানের এক যুবক। একটি অনলাইন শপে এ কাণ্ড ঘটিয়েছেন তিনি। মুরগিটির দাম ধরা হয়েছে ৬ হাজার ৫০০ পাকিস্তানি রুপি। শনিবার স্টার্টাপ পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়, অনলাইন মার্কেটপ্লেস ওএলএক্সে একটি সবুজ রঙের মুরগিকে টিয়া হিসেবে বিক্রি করতে গিয়ে করাচিতে ধরা পড়েছেন তিনি। ওএলএক্সে […]