ব্যাকটেরিয়া দূর করতে সহবাসের পর প্রস্রাব করে নেয়া ভালো
দাম্পত্য জীবন ও সহবাস ওতপ্রোতভাবে জড়িত। সহবাস সফলতায় সংসার সুখের হয়ে ওঠে। অনেক দম্পতি সহবাসের পর আলিঙ্গনে আদর সোহাগ করে। অনেকেই গোসল সেরে নেন, আবার কেউ কেউ তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়েন। কিন্তু এই প্রতিবেদনের আলোচ্য বিষয় হলো- সহবাসের পর প্রস্রাবের প্রয়োজন আছে কিনা। অধিকাংশ নারীই সহবাসের পর প্রস্রাব সেরে আসেন। প্রশ্ন হলো- এটা কি আসলেই জরুরি? […]