সৌদি আরবে কাজের সন্ধানে গিয়ে নজিবুল্লাহ মৃত্যুকান্ডে হত্যা মামলা দায়ের
সোহানা পারভীন জনি, স্টাফ রিপোর্টার: পরিবারের স”ছলতা ফিরিয়ে আনতে সৌদি আরবে কাজের সন্ধানে গিয়ে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া গ্রামের কেরামত শেখের ছেলে নজিবুল্লাহ (২২) মৃত্যুকান্ডে অবশেষে হত্যা মামলা দায়ের হয়েছে।মৃত্যুকান্ডের সাড়ে তিনমাস পর গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় নজিবুল্লাহর লাশ সৌদি আরব থেকে নড়াইলে এসে পৌঁছায়। ২৩ সেপ্টেম্বর নড়াইল সদর হাসপাতালে ময়না তদন্ত সম্পন্ন […]