বাগেরহাটের মোংলা বন্দরে আসছে মেট্রো রেলের দ্বিতীয় চালান
অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধিঃ মেট্রো রেলের দ্বিতীয় চালান নিয়ে রবিবার (০৯ মে) মোংলা বন্দরে আসছে রেলিজ পতাকাবাহী বিদেশি জাহাজ এম,ভি ওশান গ্রেস। জাপানের কোবে বন্দর থেকে এবারও ৬ টি কোচ নিয়ে মোংলা বন্দরের জেটিতে ভিড়বে এই জাহাজটি। বিদেশি ওই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মোঃ ওহিদুজ্জামান জানান, এবারও […]