খুলনায় সড়ক দুর্ঘটনায় মেধাবী ছাত্রী শার্লীর মৃত্যু
খুলনায় সড়ক দুর্ঘটনায় মেধাবী ছাত্রী শার্লীর মৃত্যু কানায় কানায় শোকের ছায়া মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ, স্টাফ রিপোর্টারঃ খুলনার জেলার লবনচরা থানা এলাকার খান জাহান আলী.(রূপসা সেতু) সংলগ্ন মহাসড়কে আজ ৪ই জুন শুক্রবার বেলা সাড়ে ১১টায় মটরসাইকেল দুর্ঘটনায় বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলার আট্টাকা গ্রামের মেধাবী ছাত্রী মেহেরুন্নেছা শার্লী (২১) মর্মান্তিক দূর্ঘটনার শিকার হয়ে ইন্তেকাল করেছেন.( […]