লোহাগড়া বাজারে ৯৮ বছরের মোছলেমের পিঠে সবজির ঝুলি
নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় ভয়াল করোনা ভাইরাসের সংক্রমণকে উপেক্ষা করে সব্জির ঝুলি পিঠে নিয়ে বাঁশের লাঠিতে ভর করে আস্তে আস্তে হাটছে মোসলেম মোল্যা। তার বয়স ৯৮ বছর। এই বয়সেও জীবন জীবিকার টানে থেমে নেই মোসলেম। পিঠে সব্জির ঝুলি নিয়ে বেচাকেনা করছে বাঁচার তাগিদে সে। গত সোমবার (২৮ জুন) দুপুরে লোহাগড়া উপজেলার প্রধান সড়কের সামনে মোসলেম […]