গোলখরা কাটালেন রোনালদো জিতলো ম্যানইউ
ক্রিস্টিয়ানো রোনালদোর সময়টা ভালো যাচ্ছিল না। ম্যাচের হিসেবে টানা ছয় ম্যাচে গোল পাননি। আর সময়ের হিসেবে গেল ডিসেম্বরের পর আর জালের নাগাল পাননি। যা তার মতো একজন তারকার নামের সাথে সত্যিই বেমানান। অবশেষে গোলখরা কাটালেন সিআরসেভেন। মঙ্গলবার দিবাগত রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটন অ্যান্ড হোভের বিপক্ষে গোলের দেখা পান তিনি। তার গোলে ভর করে ম্যানইউ […]