ছেলের নাম যশের সঙ্গে মিলিয়ে রাখলেন নুসরাত!
বিয়ের এক বছর যেতেই মাতৃত্বের স্বাদ অনুভব করলেন নুসরাত জাহান। টালিউড নায়িকা বৃহস্পতিবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। জীবনের সবচেয়ে সুখানুভূতির এই সময়েও স্বস্তিতে নেই নুসরাত। দাম্পত্য জীবনের শুরু থেকেই সমালোচনার মুখে পড়া এই তৃণমূল সংসদ সদস্য মা হওয়ার পরও নেটিজেনদের মুখ বন্ধ করতে পারছেন না । সাবেক স্বামী নিখিল সন্তানের পিতৃত্ব অস্বীকার করায় অস্বস্তি আরও […]