ঐশ্বরিয়ার লুক ফাঁস হয়েছে শুটিং সেট থেকে
সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই বচ্চন। অভিনেত্রী হিসেবেও নিজের প্রতিভার প্রমাণ রেখেছেন তিনি। বর্তমানে মনি রত্নমের ‘পোন্নিইন সেলবান’ সিনেমার শুটিং করছেন ঐশ্বরিয়া। ভারতের মধ্যপ্রদেশে হচ্ছে এর দৃশ্যধারণ। সম্প্রতি সামাজিক যোগাযোগামাধ্যমে শুটিং সেট থেকে এই অভিনেত্রীর লুক ফাঁস হয়েছে। ফাঁস হওয়া ছবিতে রানির লুকে ভারী শাড়ি-গহনায় দেখা গেছে বচ্চন বধূকে। একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে রয়েছেন তিনি। […]