অপূর্ব-তিশা এক যুগ পর আবারও একসঙ্গে
টেলিভিশন পর্দার এক সময় নিয়মিতই তাদের দেখা যেতো নাটকে। তবে ২০০৮ সালের পর আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি জিয়াউল ফারুক অপূর্ব ও নুসরাত ইমরোজ তিশা জুটিকে। তারা দুজন একসঙ্গে বেশ কিছু নাটকে জুটি বেঁধেছিলেন। এরমধ্যে শেষ প্রান্তে, মন বিহঙ্গম, বন্ধুত্ব ভালোবাসা ইত্যাদি, কারে ভালোবাসো তুমি, জিরো উল্লেখযোগ্য। একটি দীর্ঘ বিরতি কাটিয়ে তারা […]