আল্লাহই জানেন কদরের রজনী গোপন রাখার কারণ
এ রাতে তাকদির লিপিবদ্ধ হয়। তাকদিরের বিষয়টি একমাত্র আল্লাহই জানেন। যেভাবে তাকদিরের বিষয়টি গোপন রাখা হয়েছে, তেমনি যে রাতে তাকদির লিপিবদ্ধ হয় সে রাতকেও আমাদের থেকে অস্পষ্ট করা হয়েছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ যে রজনী তা হচ্ছে লাইলাতুল কদর। যে রাতের কল্যাণ ও সওয়াবের কথা কোরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, […]