তামিলনাড়ুর রথ শোভাযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১১
পুলিশের সিনিয়র একজন কর্মকর্তা বলেছেন, সাধারণত যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্দিরের গাড়ির রুটে পাওয়ার লাইন বন্ধ থাকে। তবে এই হাই-ট্রান্সমিশন লাইনটি যথেষ্ট উঁচুতে থাকায় তার সবররাহ বন্ধ করা হয়নি। সম্ভবত কাঠামোর উচ্চতা বৃদ্ধি করা হয়েছে, ফলে তা লাইনটির সংস্পর্শে চলে এসেছে। ভারতের তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলার একটি মন্দিরের রথ শোভাযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজ সকালে কমপক্ষে […]