হঠাৎই প্রশংসায় পঞ্চমুখ মণিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
মণিরামপুর উপজেলা ছাত্রলীগের বিষয়ে তেমন একটা লেখা হয়নি, আজ জনমনের উৎফুল্লতায় ফুটে উঠল ছাত্রলীগের প্রশংসনীয় খবর। মণিরামপুর উপজেলা ছাত্রালীগ সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ গতকাল সন্ধ্যারাতে হঠাৎই রাজগঞ্জ বাজারে সাংবাদিক রাশেদ আলীর মার্কেটের নিচে রাজনের দুধ চায়ের দোকানে দেখা হয়ে যায় সাংবাদিক রাশেদ আলীর সাথে। দুজনের আলোচনায় উঠে আসে রাজগঞ্জে সফরসঙ্গীদের নিয়ে আগমনের বিষয়টা। জানতে চাইলে […]