‘শতরঙ্গি’ নিয়ে উদ্যোক্তা রাইদার ব্যস্ততা
রাইদা ইসলাম। তরুণ উদ্যোক্তা। বিপণী প্রতিষ্ঠান ‘শতরঙ্গি’র স্বত্তাধিকারী। এখনো ফেসবুক প্ল্যাটফর্মেই বিস্তৃতি, শিগগিরই শো-রুম হবে তার। তবে ঈদ উপলক্ষে ব্যস্ততার কমতি নেই শতরঙ্গির কর্ণধার রাইদার। অন্য বছরের তুলনায় এবার রমজানে চাপ কিছুটা বেশি। শুরুতে ছিল বৈশাখ নিয়ে ব্যস্ততা আর এখন আসন্ন ঈদ। গ্রাহকদের চাহিদা মতো পোশাক সরবরাহ করতে দিনরাত কাজ করে যেতে হচ্ছে তাকে। এবার […]