রাধানগর নীলকুঠির ইতিহাস
ইংরেজ শাসনের যুগে নড়াইল জেলার বিভিন্ন গ্রামে নীল চাষের জন্য ইউরোপীয় (ইংরেজ) কোম্পানী নীলকুঠি নির্মাণ করে এবং নীল চাষ করে প্রচুর অর্থ আহরণ করে। ১৮৬১ খ্রীষ্টাব্দে পর্যন্ত জেলার কয়েকটি প্রধান নীলকুঠির বর্ণনা এবং যেসব কুঠিতে নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল তা উল্লেখ করা হলো। ইতনার কুঠি: গ্রামটা লোহাগড়া থানার মধুমতি নদীর তীরে অবস্থিত। প্রখ্যাত ইউরোপীয় নীলকর […]