এ প্রজন্মের সঙ্গীতশিল্পী মারুফা জান্নাত তৃষা
কক্সবাজারের মেয়ে এ প্রজন্মের সঙ্গীতশিল্পী মারুফা জান্নাত তৃষা। ২০১৭ সালের সেরা কণ্ঠের প্রথম রানার্সআপ তিনি। রুনা লায়লার গাওয়া জনপ্রিয় গান ‘শেষ করোনা শুরুতে খেলা’গানটি সেই প্রতিযোগিতার একটি পর্বে গেয়ে চার বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী, মিতালী মুখার্জি ও কুমার বিশ্বজিতকে মুগ্ধ করেছিলেন। সেই সঙ্গে শ্রোতা দর্শককেও। আবার আরেকটি রাউন্ডে গাওয়া কুমার বিশ্বজিতের গাওয়া ‘যেখানে […]