শিশু রাফিদা’র পরিবারকে যশোরিয়ান ব্লাড ফাউন্ডেশনের আর্থিক সহযোগীতা
২০ অক্টোবর বৃহস্পতিবার তারিখে ট্রেন দূূর্ঘটনায় গুরুতর আহত হওয়া রাফিদাকে সেদিন বিকালেই ঢাকা মেডিকেলে রেফার করা হলে,সেখানে তার অবস্থার আরো অবনতি দেখা দেয় এবং ঢাকা মেডিকেল তাকে ফিরিয়ে দিলে বেসরকারি একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণ অর্থাৎ ICU তে ৭২ ঘন্টার জন্য রাখা হয়েছে। কিন্তু ICU এর উচ্চবিলাশী মূল্য জমিজমা বিক্রি […]