এবার গীতিকার রাবা খান
প্রথমবারের মতো গান লিখেছেন রাবা খান, একটি নয় ৭ টি গান। এরইমধ্যে ৪ টি গান রিলিজ হয়ে গেছে। আরো ৩ টি গান বাকি রয়েছে। সেসবও ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। রাবার সঙ্গে যৌথভাবে লিখেছেন আরাফাত মহসিন। সুর করেছেন দুজনে। গানের সংগীত আয়োজন করেছেন আয়োজন করেছেন আরাফাত। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত রাবা খান। তিনি বললেন, ‘আমি অনেককিছু লিখেছি, […]