রাম ও সীতার বিবাহ কাহিনী
জনক রাজার কন্যা সীতা, ছোটবেলায় খেলতে খেলতে তার খেলনা হরধনু রাখা বাক্সের নিচে চলে গেল। তার সঙ্গীরা কিছুতেই বাক্সটা সরাতে পারল না। সীতা অবলীলাক্রমে তার ছোট্ট হাত দিয়ে সেই ভারী বাক্স সরিয়ে খেলনা বার করে আনলেন। সে থেকে রাজা জনক ঠিক করলেন, ঐ ধনুকে যিনি জ্যা পরাতে পারবেন তার সাথেই সীতার বিবাহ দেবেন। সভাস্থলে হরধনু […]