পাকাঁ রাস্তা কাজে ব্যাপক অনিয়ম নজরদারির অভাব
পাকাঁ রাস্তা কাজে ব্যাপক অনিয়ম নজরদারির অভাব ঠাকুরগাঁওয়ে পাকাঁ রাস্তা কাজে ব্যপক অনিয়মের অভিযোগ উঠেছে। নজরদারি না থাকায় অনেকটা তরিঘরি করেই কাজ শেষ করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে অনিয়মের কথা জানতে চাইলে সংশ্লিস্ট ইঞ্জিনিয়ার জানান বিষয়টি খতিয়ে দেখতে ব্যবস্থা নেয়া হচ্ছে। রোববার জেলা শহরের নরেশ চৌহান সড়কে নতুন করে রাস্তা পাকাঁকরণে অনিয়মের অভিযোগ […]