পাইকগাছায় শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাস যাত্রা ও পূর্ণিমার পূণ্য স্নান অনুষ্ঠিত
পাইকগাছার শিববাটীতে শিবসার অববাহিকায় রাস পূর্ণিমার পূণ্য স্নান অনুষ্ঠিত। মঙ্গলবার সকালে পাইকগাছা পৌরসভাস্থ উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির, সরল কালীবাড়ী, বাতিখালী হরিতলা পূজা মন্দির, বাজার পূজা মন্দির, শিববাটি পূজা মন্দির, শিববাটি পূর্বপাড়া পূজা মন্দির ও সরল গোপালপুর দাশপাড়া পূজা মন্দিরের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়। এ উপলক্ষে রাস মন্দির রাস মেলা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ […]