রোনালদোর মিস পেনাল্টি হেরেছে ম্যানইউ
এফএ কাপের চতুর্থ রাউন্ডে মুখোমুখি হয়েছিল ম্যানইউ-মিডলসবার্গ। এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর মিস পেনাল্টি হেরেছে ম্যানইউ। ম্যাচের শুরুতেই পেনাল্টি পায় ম্যানইউ। কিন্তু রোনালদো পেনাল্টি মিস করেন। যদিও এরপর ২৫ মিনিটে সাঞ্চোর গোলে লিড নেয় তার দল। কিন্তু ৬৪ মিনিটে সমতায় ফেরে মিডলসবার্গ। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত আরও ৩০ মিনিটে প্রচুর আক্রমন করেও আর কোন […]