অলিম্পিকে ছিটকে গেছে বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি
টোকিও অলিম্পিকে আর্চারির মিশ্র রিকার্ভ বিভাগ থেকে ছিটকে গেছে বাংলাদেশের রোমান সানা ও দিয়া সিদ্দিকী জুটি। শনিবার সকালে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ অন সান ও কিম জে ডিওক জুটির কাছে ৬-০ সেট পয়েন্টে হেরেছে তারা। দক্ষিণ কোরিয়ার দলটির বিপক্ষে শুরু থেকেই নড়বড়ে ছিল বাংলাদেশ। পরবর্তীতে ফিরে আসার চেষ্টা চালালেও রোমান-দিয়া জুটি জিততে পারেননি। ফলে শেষ ১৬ […]