দ্রুত বাড়ছে শিল্পলবণ ও প্রাণিসম্পদ খাতে লবণের ব্যবহার
এখন মানুষের খাবারের জন্য ভোজ্যলবণ লাগছে মোট চাহিদার এক-তৃতীয়াংশ। তবে দ্রুত বাড়ছে শিল্পলবণ ও প্রাণিসম্পদ খাতে লবণের ব্যবহার। আগামী ৩ বছর পর খাবার লবণের চাহিদার চেয়েও দেড়গুণ বাড়বে ওইসব খাতের চাহিদা। বিসিকের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। তথ্যমতে, বর্তমানে ভোজ্যলবণের চাহিদা ৮ লাখ ৯০,০০০ টন। আর ১০ লাখ ৬২,০০০ টন লবণের প্রয়োজন শিল্পখাত, মৎস্য […]