খুলনার পাইকগাছায় জল মহলে লবণ পানি ইজারাদার ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা
খুলনার পাইকগাছার মিনহাজ নদীর ২৫১ একর বদ্ধ জলমহলে সুইজ গেট দিয়ে লবণ পানি উঠানোকে কেন্দ্র করে ইজারাদার ও এলাকাবাসী মুখোমুখি অবস্থানে। দুপুরে ইজারাদার লবণ পানি উঠাতে গেলে এলাকাবাসী সেটি বন্ধ করে দেয়। এ নিয়ে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী জনাব রাজু হাওলাদার সরেজমিনে গিয়ে পানি উঠানো বন্ধ করেন। লবণ […]