অভিনেত্রী কেপিএসি ললিতা মারা গেছেন
প্রবীণ মালায়ালাম অভিনেত্রী কেপিএসি ললিতা মারা গেছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে কোচিতে ছেলের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, মালায়লাম চলচ্চিত্র নির্মাতা ভারথানের সঙ্গে ঘর বেঁধেছিলেন কেপিএসি ললিতা।। ১৯৯৮ সালে মারা যান ভারথান। গত কয়েক মাস ধরে […]