৩ ফুট উচ্চতার বর-কনের বিয়ে দিল গ্রামবাসী
রবিউল ইসলামের বয়স ২৬ বছর। অন্যদিকে ময়না খাতুনের বয়স ৩৬ বছর। ‘অসম’ বয়সী হলেও দুইজনেরই উচ্চতা প্রায় তিনফুট। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ধুমধামে তাদের বিয়ে দিয়েছেন এলাকাবাসী। ব্যতিক্রমী এ বিয়েটি হয় যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর পোস্ট অফিস এলাকার মৃত আকবার আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে একই উপজেলার আন্দুলিয়া গ্রামের নাজির মোল্লার মেয়ে ময়না খাতুনের। বর-কনে ও […]