১১দিনেও গ্রেফতার হয়নি বগুড়ায় নেসকোর প্রকৌশলীসহ কর্মচারী লাঞ্চিত মামলার আসামীরা!!
মিরু হাসান বাপ্পী,বগুড়া জেলা প্রতিনিধি:বগুড়ার আদমদীঘিতে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে নেসকোর প্রকৌশলী ও কর্মচারীদের লাঞ্চিত মামলার ১১দিন অতিবাহিত হলেও পুলিশ কোন আসামী গ্রেফতার করতে সক্ষম হয়নি। এর আগে গত ২১ নভেম্বর দুপুরে সান্তাহার নেসকো বিভাগের উপ-সহকারি প্রকৌশলী আল মামুনের নেতৃত্বে তার দল পিকআপ গাড়ি যোগে উপজেলার দমদমা গ্রামে বিদ্যুৎ বিল বকেয়া থাকা গ্রাহকদের বাড়ির […]