নরসিংদীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
সাইফুর নিশাদ | নরসিংদী : নরসিংদীর বেলাব উপজেলার সল্লাবাইদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে মানসিক ভারসাম্যহীন ছেলের লাঠির আঘাতে অছিমউদ্দিন (৮২) নামে এক বাবার মৃত্যু হয়েছে। রোববার ৮ই জানুয়ারি রাত সাড়ে ১২ টায় একই সময় আলফেজ ফেসানি নামে ওই ছেলের লাঠির আঘাতে তার মা রহিমা বেগমও আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ছেলে আলফেজ ফেসানিকে আটক করেছে। নিহতের […]