পিএসজিকে হতাশ করে ‘১০ বছর পর ফ্রেঞ্চ লিগ জিতল লিলে’
পিএসজিকে হতাশ করে ১০ বছর পর ফরাসি লিগ ওয়ানে শিরোপা জিতেছে লিল। এই নিয়ে চতুর্থ বারের মতো লিগ ওয়ানের শিরোপা ঘরে তুলল দলটি। প্রতিপক্ষের মাঠে রোববার রাতে ম্যাচটি ২-১ গোলে জিতেছে ক্রিস্তোফ গালতিয়ের দল। ম্যাচের দশম মিনিটে কানাডার ফরোয়ার্ড জোনাথন ডেভিডের গোলে এগিয়ে যায় লিল। আর বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন তুর্কি […]