গ্রেট পার্টেরে: ৩০০ বছর আগের ‘লুকানো রত্ন’ খ্যাত বাগান
যুক্তরাজ্যে সাম্প্রতিক তাপপ্রবাহের ফলে প্রায় তিনশ বছর ধরে লুকিয়ে থাকা একটি বাগান উন্মোচিত হয়েছে। নতুন কিছু ড্রোন ফুটেজের মাধ্যমে ডার্বিশায়ারের চ্যাটসওয়ার্থ এস্টেটের ১৭ শতকের ওই প্রাচীন বাগানের ধ্বংসাবশেষ দেখা গেছে, যা গ্রেট পার্টেরে নামে পরিচিত। চ্যাটসওয়ার্থের বাগান ও ল্যান্ডস্কেপের প্রধান স্টিভ পোর্টার বাগানটিকে একটি ‘লুকানো রত্ন’ হিসেবে বর্ণনা করেছেন, যা ‘অতীতের দিকে ফিরে একটি ঝলক’ […]