শাহ মাহবুব শিল্পীর একক সঙ্গীতসন্ধ্যা নিউইয়র্কে
কেবল নিউইয়র্ক নয়, গোটা উত্তর আমেরিকা জুড়ে ছুটে বেড়ান তিনি। গান গেয়ে মন ভরান প্রবাসীদের। অসাধারণ গায়কি আর মঞ্চ মাতানোর চমৎকার দক্ষতার কারণে শাহ মাহবুব হয়ে উঠেছেন হাজারো মানুষের প্রিয় শিল্পী। সোমবার (০৭ সেপ্টেম্বর) লেবার ডে’তে হয়ে গেলো জনপ্রিয় এই শিল্পীর একক সঙ্গীতসন্ধ্যা। এতে যোগ দেন নিউইয়র্ক প্রবাসী অসংখ্য মানুষ। চার ঘন্টারও বেশি সময় ধরে […]