আদমদীঘিতে ব্যাটারিচালিত টমটমে শতাধিক লোকের কর্মসংস্থান
মিরু হাসান বাপ্পী,বগুড়া জেলা প্রতিনিধি: একসময়ের দ্রুতগতির বাহন ছিল ঘোড়াচালিত টমটম। এই বাহন এখন জাদুঘরের মডেল। তবে ঘোড়াচালিত টমটমের জায়গা দখলে নিয়েছে চীনে তৈরি তিন চাকার টমটম। আর চার পেয়ে ঘোড়ার জায়গায় এসেছে ব্যাটারি। ব্যাটারিচালিত এই টমটম বগুড়ার সান্তাহার ও আদমদীঘি উপজেলায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। এ টমটম চালিয়ে বেকারত্ব ঘুচেছে পাঁচ শতাধিক লোকের। চালকদের […]