দিল্লি চিড়িয়াখানায় ২৪ বছর, জঙ্গলে ফিরছে আফ্রিকান হাতি ‘শঙ্কর’
২৪ বছর আগের কথা। আফ্রিকার জঙ্গলের কম বয়সী একটি হাতি বিমানে করে পাঠানো হয় ভারতে। শঙ্কর নামের ওই হাতিটিকে ভারতের তৎকালীন প্রেসিডেন্ট শঙ্কর দয়াল শর্মাকে উপহার হিসেবে দিয়েছিল জিম্বাবুয়ে সরকার। এতো বছর পর আফ্রিকান হাতিটিকে তার সঙ্গীদের কাছে জঙ্গলে ফেরত পাঠানো হচ্ছে। উপহার হিসেবে আসার পর থেকে হাতিটি দিল্লি চিড়িয়াখানায় আছে। তবে দিল্লি হাইকোর্টের […]