শরৎ পূর্ণিমা
শরৎ পূর্ণিমা রঘুনাথ রাহা গগনে পূূর্ণিমা চাঁদ নির্মল আকাশ, শরৎ নিশিতে বহে পূবালী বাতাস। হাসনাহেনা, কামিনী কুসুমের বাগে, শিউলি,কদম ফুটে সারা রাত জাগে। ভেসে আসে রকমারী ফুলের সুবাস, বিরহে কাতর প্রেম হয় যে উদাস। কে যেন বাজায় বাঁশী উচাটন মনে, বড় সাধ জাগে আজি মিলি তার সনে। দাঁড় বায় গান গায় মাঝি আর মাল্লা, পুলকিত […]