‘তোর মন পাড়ায়’ দিয়েই শাকিলার বাজিমাত
এই প্রজন্মের দর্শকপ্রিয় তারকা মডেল অভিনেত্রী শাকিলা পারভীন ক্যারিয়ারের শুরুতে ‘তোর মন পাড়ায়’ শিরোনামের একটি গানে মডেল হিসেবে কাজ করেই তিনি আলোচনায় জায়গা করে নেন। জিসান খান শুভর লেখা ও সুরে অয়ন চাকলাদারের সঙ্গীতায়োজনে মাহাদী সুলতানের গাওয়া ‘তোর মন পাড়ায়’ গানটিই শাকিলার ক্যারিয়ারের শুভসূচনা। এখনো তাকে এ গানের প্রাসঙ্গিকতা দিয়েই সবার মাঝে খুব সহজেই পরিচিত […]