বরগুনার পাথরঘাটায় হাঙ্গর ও শাপলাপাতা মাছসহ ৭ জেলে আটক
বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ড অভিযান চালিয়ে শনিবার পাথরঘাটা খালে ট্রলার থেকে ৫০০ কেজি প্রীতম্বরী গিটার প্রজাতির হাঙ্গর মাছ এবং ২০ কেজি শাপলাপাতা মাছসহ ৭ জেলেকে আটক করেছে। কোস্টগার্ড সূত্র থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের মাধ্যমে তারা জানতে পারেন, সাগর থেকে আহরিত নিষিদ্ধ হাঙ্গর এবং শাপলা মাছ বিক্রির জন্য কাঠের একটি ট্রলার বিষখালী নদী সংলগ্ন পাথরঘাটার খালে […]