আজ বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মদিন
তিনি মেহনতী মানুষের ছবি আঁকতেন। তার সব ছবিই আশপাশে দেখা মানুষ ও নৈসর্গিক দৃশ্যপটের। অথৈ জলের বিস্তার আর আকাশ, বিলীয়মান দিগন্ত, তালগাছ, নৌকা, জেলে, কুঁড়েঘর এসব ছবির মধ্য দিয়ে গ্রামবাংলার স্মৃতিকে জাগরুক করেছেন শিল্পী সুলতান। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মদিন আজ। ১৯২৪ সালের ১০ আগস্ট তিনি নড়াইলের চিত্রা নদীর পাড়ের নিভৃত পল্লি মাছিমদিয়া […]