প্রথম জুটিতেই রেকর্ড! ইউটিউবে ১১ ঘণ্টায় ১০ লাখ বার দেখা
মোশাররফ করিমের সঙ্গে এই প্রথম অভিনয় করেছেন তানজিন তিশা। আর প্রথম জুটিতেই রেকর্ড। ঈদুল ফিতরের রাতে এনটিভিতে প্রচারিত হয় মোশাররফ করিম ও তানজিন তিশা অভিনীত ‘শেষটা অন্যরকম ছিল’ নাটকটি। তখন ততটা সাড়া না পড়লেও ইউটিউবে প্রকাশের পরই দর্শকপ্রিয়তায় শীর্ষে চলে আসে। ২৭ মে দুপুরে জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় নাটকটি। ১০ লাখ বা […]